ডবলমুরিংয়ে ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৯:১১ পূর্বাহ্ণ

নগরীর ডাবলমুরিং থানা এলাকা থেকে ১৬ মামলার আসামি মো. নূর হোসেন (২৬) ওরফে সাদ্দাম ওরফে রিয়াদকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। সে ফেনী সদর মডেল থানার একটি চুরির মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব৭ জানতে পারে যে, মো. নূর হোসেন চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং এলাকায় অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে ৬ জুলাই রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নূর হোসেন ফেনী জেলার ফেনী সদর উপজেলার পশ্চিম চনুয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নূর মোহাম্মদ ওরফে নূর আহমদ।

র‌্যাব আরও জানায়, নূর হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের পাহাড়তলী, হালিশহর, ডাবলমুরিং, ফেনী সদর ও ফুলগাজী এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ডাকাতি, চুরি ও মাদক সংশ্লিষ্ট অন্তত ১৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকমরেড ভবরঞ্জন পাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে রোটারি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ