ডক শ্রমিকদের অধিকার আদায়ে প্রাণ দিয়েছিলেন শহীদ হান্নান

স্মরণসভায় সিটি মেয়র শাহাদাত

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের ডক শ্রমিকদের অধিকার আদায় করতে গিয়ে নিজ জীবন উৎসর্গ করেছিলেন শহীদ আবদুল হান্নান। হান্নানের রক্তবীজ থেকে গড়ে উঠা হাজার হাজার ডক শ্রমিক তার আদর্শ থেকে পিছপা হননি। চট্টগ্রাম ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা শহীদ আবদুল হান্নানের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন সিটি মেয়র ও চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। গতকাল বিকালে নিমতলা পোর্ট কানেকটিং রোডস্থ বিমান চতুরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আব্দুল হান্নান নিজের জীবন দিয়ে ডক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন এবং চট্টগ্রাম বন্দরকে শ্রমিকদলের দুর্জয় ঘাঁটিতে পরিণত করেছিলেন। বক্তারা আরো বলেন, বন্দরে কর্মরত শ্রমিক কর্মচারীদের নিরলস শ্রমের মাধ্যমে চট্টগ্রাম বন্দর আজ আর্ন্তজাতিক মানের আধুনিক বন্দরে রূপান্তরিত হয়েছে। শ্রম শাখার অর্ন্তভুক্ত শ্রমিক কর্মচারীদেরকে বিশেষ উৎসাহ বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ করা এবং শ্রমিক কর্মচারীদের স্থায়ী পরিচয় পত্র প্রদান করাসহ ন্যায়সঙ্গত দাবিসমূহ বাস্তবায়ন করার জন্য বক্তারা আহবান জানান। সংগঠনের সভাপতি মো. হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, বিশেষ অতিথি ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল্লা বাহার, বিএনপি নেতা এম এ আজিজ, হানিফ সওদাগর, জাহেদুল হাছান। বক্তব্য দেন শ্রমিক নেতা আবুল কাশেম, মোঃ ইমতিয়াজ, মোঃ হাছান, জয়নাল, হুমায়ূন কবির ফারুক, আপ ফারুক সেকান্দর, মোঃ আলম, ইব্রাহিম খোকন, নাজিম উদ্দিন, মোঃ ইয়াছিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু