ডক্টর শহীদুল্লাহ একাডেমিতে বিদায় সংবর্ধনা ও সুধী সমাবেশ

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার বিদ্যাপীঠ ড. শহীদুল্লাহ একাডেমীর সাবেক সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার নাথের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে গত শনিবার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক মোহাম্মদ রাশেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের পর অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন এতে স্বাগত বক্তব্য দেন। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক স্বপন কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন, হোসাইনুজ্জামান চৌধুরী জাবেদ, ফরিদ আহমদ, বি এম মনজুর এলাহী খোকন, মুহাম্মদ ইব্রাহীম তালুকদার, আবু তাহের তালুকদার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম।অতিথি ছিলেন, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ এনায়েত উল্লাহ, প্রিন্সিপাল জালাল উদ্দিন, মোহাম্মদ ইসহাক, হাসান শিকদার, সালাউদ্দিন সিকদার, নাছির উদ্দিন, সৈয়দুল হক, সহকারি প্রধান শিক্ষক তানিয়া সুলতানা জেসমিন, সৈয়দ মোহাম্মদ সালাহউদ্দিন, ইঞ্জিনিয়ার শহিদুল্লাহ, শাহজাহান, বখতিয়ার সরকার, মনির তালুকদার। বক্তব্য দেন, শিক্ষক আবু তাহের, পিযুষ নাথ, তারিকুল কালাম তুহিন, মো. এরশাদ, মোহাম্মদ মিজানুর রহমান, ইয়াসার সৌরভ। শিক্ষক এ জে নেওয়াজ রুমি ও কাকলী ঘোষের সঞ্চালনায় এতে মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মো. মিজানুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের শিক্ষকরা আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে
পরবর্তী নিবন্ধচুনতিতে অভিযানে বাগান উচ্ছেদ দেড় একর বনভূমি উদ্ধার