ঠেলাগাড়ী প্রতীকের পক্ষে চকবাজার ওয়ার্ডে অভিনেতা ডনের প্রচারণা

আজাদী অনলাইন | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ২:১৪ অপরাহ্ণ

আসন্ন ১৬ নং চকবাজার ওয়ার্ডের উপ-নিবার্চনে কাউন্সিল পদপ্রার্থী মোহাম্মদ সেলিম রহমানের ঠেলাগাড়ীর সমর্থনে চলচ্চিত্র অভিনেতা আসরাফুল হক ডন নগরীর চকবাজার বালি আর্কেটে প্রচারণা চালিয়েছেন। চলচ্চিত্র অভিনেতা আসরাফুল হক ডন বালি আকের্টে বিভিন্ন ফ্লোরে ঠেলাগাড়ীর পক্ষে ভোট কামনা করেন।

এসময় ওমরগণি এমইএস কলেজ ৯৫-৯৭ ব্যাচ ছাত্রলীগ নেতৃবৃন্দ গণসংযোগে উপস্থিত ছিলেন। গত শুক্রবার বিকালে নেতৃবৃন্দ ডনকে সাথে নিয়ে নগরীর চকবাজারস্থ টুপিগল্লি থেকে শুরু করে চন্দরপুরা দানু বাপরে বাড়ী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আতাউর রহমানের বাড়ী, মাজার গলি, টাকশাহ মাজার গলি, গণি বেকরী গলির প্রতিটি বাড়ী বাড়ী ও ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করেন এবং প্রচারপত্র বিলি করেন।

এসময় নেতৃবৃন্দ আগামী ৭ অক্টোবর ১৬নং চকবাজার ওয়ার্ডে উপ-নিবার্চনে কাউন্সিল পদপ্রার্থী মোহাম্মদ সেলিম রহমানকে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে স্বপ্নের চকবাজার গড়ে তোলার জন্য সহযোগিতা কামনা করেন।

এতে ওমরগণি এমইএস কলেজ ৯৫-৯৭ ব্যাচের মধ্যে চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য দিদাউর রহমান তুষার, আজিজ উদ্দীন চৌধুরী, চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগেরে সভাপতি আমিনুল ইসলাম, সিরাজদুল্লাহ বাহাদুর, মনিরুল ইসলাম মিলন, ওমর ফারুক, নজরুল ইসলাম, আবু তৈয়র, শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, হাবিবুর রহমান তারেকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে আরও আটক ২
পরবর্তী নিবন্ধচবির ডেপুটি রেজিস্ট্রারকে মাদকাসক্ত ছেলের মারধর