ঠিন চাবুক

কাশেম আদনান | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

ল্যু সুন সাহেব বললেন, বৎস, যাও গালিবের কাছে,

যুদ্ধ ও দুর্ভিক্ষের ভেতরেও নিলিপ্ত থাকার শিক্ষা পেয়ে যাবে

ভুল করে আমি মীর তকীর কাছে যাই,

যা কিছু সম্ভ্রম ছিল তাও হারাই।

স্বপ্নঘোরে কাফকার প্রত্যাদেশ শুনি,

লোরকার অশ্বপৃষ্ঠে সওয়ার হতে পারো তুমি,

আমি ভুল করে যাই মার্কেজের দ্বারে,

তিনি উদ্যত হলেন আমার প্রাণ সংহারে।

এভাবেই আজন্ম ঘুরছি গুরুদেব গৃহে,

দ্বার থেকে দ্বারে

যদি পাওয়া যায় মনসিজ সুখ,

নিজেকে তাড়াতে খুঁজি কঠিন চাবুক।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধী
পরবর্তী নিবন্ধসময়ের কবিতা