ঠিক সূর্য ওঠার সময়

শিউলি বড়ুয়া | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

ঠিক সূর্য ওঠার সময়

তোমার হলো সারা।

ছড়াগানে মুখরিত

সুকুমার স্বর্গপাড়া।

ঐ সুরেতেই রওনা হলে

তাই নিয়েছো ছুটি।

কালির দোয়াত কাগজ কলম

নীরবে বেঁধেছে টুটি।

প্রজাপতির ছড়ায় তোমার

গ্রহের চাঁদের কিরণ।

কেমন করে গেঁথে ছিলেন

ছন্দ জাদুর উচ্চারণ।

অল্প ক্লাসে মহাজ্ঞানী

কেমন করে হলে।

যুগে যুগে মহাবিশ্ব

সুকুমারই বলে।

অভাব আর দীনতাকে

জয় করেছে কলমে

নাটক থেকে নাটকীয়

জীবনের যুদ্ধ কী চরমে!

ধন্য বাংলার ধন্য গ্রামে

রেখে যাওয়া সৃষ্টি।

সাহিত্যরই পাতায় পাতায়

ঝড়ুক সুকুমার বৃষ্টি।

আমাদের এক সুকুমার ছিলো

বলবো পরিচয়ে।

সম্মানে আর গৌরবে

একুশে পদক লয়ে।

পূর্ববর্তী নিবন্ধআরবান আলী সওদাগর স্মরণে
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে