হাটহাজারী থানাধীন প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাগল উন্নয়ন প্রকল্পের বাউন্ডারি ওয়াল নির্মাণে দুর্নীতির মামলায় ঠিকাদার, প্রকৌশলীসহ তিনজনকে ১ বছর ৯ মাসের সাজা, ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৫ মাসের সাজা দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলম ট্রেডিং কর্পোরেশনের মালিক মো. মাহবুব আলম, পশু সম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী আকবর ও অধিদপ্তরের দারিদ্র্য বিমোচনে ছাগল উন্নয়ন কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডা. আলেক মণ্ডল।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। দুদক পিপি মুজিবুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে আজাদীকে বলেন, দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের পৃথক তিনটি ধারায় আদালত তিনজনকে এ সাজা ও জরিমানা করেছেন। তিনি বলেন, হাটহাজারীর ছাগল উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাত ঘটনায় ৬টি মামলা দায়ের হয়। এর মধ্যে কিছুদিন আগে একটির রায় হয়েছিল। আজকে (গতকাল) একটির হল। বাকি চারটি মামলার কার্যক্রমও দ্রুত শেষ করা হবে।
আদালত সূত্র জানায়, ২০০৬ সালে দুদক, চট্টগ্রাম-২ মামলাটি দায়ের করে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে হাটহাজারী থানাধীন পশু সম্পদ অধিদপ্তরের ছাগল উন্নয়ন প্রকল্পের শেড তৈরি এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ২০১০ সালের ৩ জুন এজাহারভুক্ত তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হয়।












