ঠিকাদারি নিয়ে যারা প্রকল্প বাস্তবায়ন করছে না তাদের ক্ষমা নেই : সুজন

| রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের ঠিকাদারি নিয়ে যারা প্রকল্প বাস্তবায়ন করছে না তাদের কোনো ক্ষমা নাই। এসব ঠিকাদারি প্রতিষ্ঠান ও এর কর্ণধারদের কালো তালিকাভুক্ত করে জনগণের সম্মুখে প্রকাশ করা হবে যাতে তারা ভবিষ্যতে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ না পায়। তিনি গতকাল শনিবার বিকালে পিসি রোডের কলকা সিএনজি এলাকায় রোড ও বক্স কালভার্টের চলমান উন্নয়ন কাজের পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। পরিদর্শনকালে চসিকের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, আশিকুল ইসলাম, একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সুজন আরো বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে জনগুরুত্বপূর্ণ এই সড়কটির কাজ শেষ করতে নানাভাবে চেষ্টা করেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে সড়কটির গুরুত্ব অনুধাবন করে দ্রুততার সাথে কাজ শেষ করার তাগিদ দিয়েছি। এরপরও কয়েকটি প্রতিষ্ঠান কোনকিছুই কর্ণপাত করেনি। এভাবে রাষ্ট্রীয় কাজ নিয়ে গাফেলতি করা অপরাধ। পিসি রোডের দুরবস্থার বিষয়ে সরকারের উঁচু মহল অবহিত। তাই চেষ্টা করা হয়েছিল সড়কটির কাজ শেষ করার। এর কাজ শেষ হলে এই অঞ্চলে বসবাসরত মানুষ ও চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ভারী যানবাহন, ট্যাংক-লরি, কন্টেনারবাহী গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারত। প্রশাসক পরিদর্শনকালে সড়কের পাশে নির্মীয়মান নালা ও সড়কের উপর অবৈধ স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং তা শনিবার রাতের মধ্যে সরিয়ে নিতে বলেন। তার ব্যত্যয় হলে পরদিন কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ উচ্ছেদ করা হবে বলে হুঁশিয়ারি করে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে যতীন্দ্র মোহনের বাড়ি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম গণহত্যা দিবস আজ