ঠাঁই হলো ছোটমণি নিবাস খালি গা, ডাস্টবিনে নবজাতক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরের পতেঙ্গা থানার খালপাড় রোডের ডাস্টবিন থেকে একদিন বয়সী এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে রৌফাবাদের ছোটমণি নিবাসে পাঠানো হয় শিশুটিকে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে খালপাড় রোডের চেয়ারম্যান গলি সোলেমান জমিদারের বাড়ির সামনে একটি ডাস্টবিনে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে পথচারীরা। এ সময় তার গায়ে কোনো পোশাক ছিল না। পরে স্থানীয়রা পতেঙ্গা থানায় খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বায়েজিদ থানাধীন রৌফাবাদের ছোটমণি নিবাসে নবজাতকটিকে রাখার অনুমতি চেয়ে চিফ মহানগর হাকিম উসমান গণির আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত শিশুটিকে ছোটমণি নিবাসে রাখার অনুমতি দেন। সন্ধ্যায় শিশুটিকে সেখানে পাঠানো হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়ের সৈয়দ দৈনিক আজাদীকে বলেন, উদ্ধারের পর শিশুটির পরিচয় শনাক্তে আশেপাশে খোঁজ নিয়েছি। কেউ কিছু জানাতে পারেনি। আনুমানিক একদিন বয়সী শিশুটি সুস্থ ছিল।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপুলিশে তবুও কমছে না অপরাধে জড়ানোর হার