ট্রেন যাত্রা

আল আমিন মুহাম্মাদ | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

কাঁচা রোদে দুবলো ঘাসে

শিশিরকণা জ্বলে

সবুজ মাঠের রাস্তা দিয়ে

ঝিকঝিকি ট্রেন চলে।

 

জানলা খুলে দেখছি কত

মন ভুলানো ছবি

আমার সাথে চলছে ছুটে

মিষ্টি হেসে রবি।

 

আঁকাবাঁকা মেঠোপথে

খেজুর গাছের সারি

ধানের আঁটি বোঝাই করে

চলছে গরুর গাড়ি।

 

ক্ষেতের আলে গামছা ফেলে

খাচ্ছে কিষাণ বসে

গরুর পিঠে ফিঙেফড়িং

নাচ্ছে মধুর রসে।

পূর্ববর্তী নিবন্ধট্রেন অভিযান
পরবর্তী নিবন্ধখোকার আঁকাআঁকি