ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর খোরশেদুল আলম চৌধুরী নিহত

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:৩২ অপরাহ্ণ

ঢাকায় ট্রেন দুর্ঘটনায় পারটেক্স গ্রুপের সিওও (চিফ অপারেশনাল অফিসার) বাঁশখালীর কৃতী সন্তান খোরশেদুল আলম চৌধুরীর মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত খোরশেদুল আলম চৌধুরী বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার লোকমানুল হক চৌধুরীর ছেলে।

নিহতের স্বজন সূত্রে জানা যায়, খোরশেদুল আলম চৌধুরী চিকিৎসার উদ্দেশ্যে ঢাকার মগবাজার কমিউনিটি হাসপাতালে যাওয়ার পথে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেল ক্রসিংয় আসতে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়। তিনি সপরিবারে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। তিনি পারটেক্স গ্রুপের সিওও (চিফ অপারেশনাল অফিসার)।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে ২১ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা