ট্রেন থেকে লাফিয়ে তারা পালিয়ে যাচ্ছিল কেন?

মহানগর এক্সপ্রেসের ২ যাত্রী আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আন্তঃনগর যাত্রীবাহী মহানগর এক্সপ্রেস ট্রেন থেকে পালিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। তবে এখন পর্যন্ত নাশকতার জন্য তারা ট্রেনে উঠেছিলেন কিনা তা নিশ্চিত হতে পারেননি তারা। আটক দুজনের ভাষ্য, টিকেট না থাকায় তারা পালাচ্ছিলেন। গতকাল শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অতিক্রম করে কিছুদূর যেতেই এ ঘটনা ঘটে। আটকরা হলেন সুমন (২২) ও আয়াত (২৯)

চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার মনিরুজ্জামান বলেন, মহানগর এক্সপ্রেস স্টেশন থেকে কিছুদূর যাওয়ার পর হঠাৎ রেলের জরুরি শেকল টান দিলে ট্রেন থেমে যায়। সে সময় পুলিশ ও আরএনবি সদস্যরা গিয়ে ট্রেনে তল্লাশি শুরু করে। পরে ট্রেনের ছাদে তারা অবস্থান নেয়। এ সময় দুজন ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে তাদের তাড়া করে আটক করে।

রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল বলেন, এখনো পর্যন্ত নাশকতার জন্য ট্রেনে অবস্থান নিয়েছেন কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করলে, তাদের ভাষ্যমতে ট্রেনের টিকেট না থাকার কারণে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পূর্ববর্তী নিবন্ধরাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপা, মহিলার মৃত্যু
পরবর্তী নিবন্ধবন্ধ হওয়া লোকাল ট্রেনের ইঞ্জিন দিয়ে হচ্ছে পাইলটিং