মাইলেজ সংক্রান্ত জটিলতার নিরসন না হওয়ায় আগামী ২৮ জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা (ট্রেন চালক, গার্ড, টিটিই)। গতকাল মঙ্গলবার রেলভবনে রেল সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রানিং স্টাফদের বৈঠক হয়। তবে বৈঠকে বিষয়টির সুরাহা না হওয়ায় ওই বৈঠক থেকেই কর্মবিরতির ডাক দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ এর মধ্যে মাইলেজের বিষয়টি সুরাহা না করলে ২৮ জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক–কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
বেশ কয়েকজন ট্রেন চালক, গার্ড ও টিটিই আজাদীকে বলেন, গত তিন বছর ধরে আমরা ধারাবাহিকভাবে আমাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করে আসছি। ট্রেন চলাচল সাময়িক বন্ধও হয়েছিল। পরবর্তীতে রেল কর্তৃপক্ষ মাইলেজ জটিলতার বিষয়টি সুরাহার আশ্বাস দেওয়ার পর আমরা নিয়মিত ট্রেন চালিয়ে আসছি। কিন্তু শেষ পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের বিষয়টি সুরাহা করেননি। যার কারণে আবার কর্মবিরতির ডাক দিতে হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান আজাদীকে বলেন, রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ জটিলতা সংক্রান্ত বিষয় নিরসনের জন্য আজ (গতকাল) রেলভবনে সচিব এবং ডিজি সাহেবের সাথে আমাদের মিটিং ছিল। কিন্তু মিটিংয়ে রেলের রানিং স্টাফদের মাইলেজ সংক্রান্ত বিষয়ে জটিলতার সুরাহা হয়নি। তাই আগামী ২৮ জানুয়ারি থেকে সারা দেশে রেলের রানিং স্টাফরা কর্মবিরতির ডাক দিয়েছেন। উনারা (রেল সচিব, রেলওয়ের মহাপরিচালক) মাইলেজের বিষয়টি নিরসনের জন্য দফায় দফায় আশ্বাস দিয়েছেন; আমাদের সাথে মিটিং করছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। আমরা উনাদের বারবার সময় দিয়েছি। আজকে তিন বছরে পার হয়ে যাচ্ছে, বিষয়টির সুরাহা হয়নি। সর্বশেষ উনারা ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছিলেন মাইলেজের বিষয়টি সুরাহার জন্য। কিন্তু মঙ্গলবার (গতকাল) রেলভবনে বৈঠকে বিষয়টি সুরাহা না হওয়ায় ওই বৈঠকেই আগামী ২৮ জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছি রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং রানিং স্টাফ ঐক্য পরিষদ। ২৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে। প্রসঙ্গত, রেল সৃষ্টির শুরু থেকে রেলওয়ে রানিং স্টাফগণ পার্ট অব পে রানিং অ্যালাউন্স পাচ্ছেন। ২০২১ সালে অর্থ মন্ত্রণালয় থেকে জারী করা এক চিঠিতে রানিং স্টাফদের রানিং অ্যালাউন্স বন্ধ করে দেওয়া হয়। ফলে রানিং স্টাফদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। ক্ষুব্ধ রানিং স্টাফগণ ২০২২ সালে সারা দেশে একযোগে ট্রেন চলাচল বন্ধ করে দেন। ওইদিন রেলমন্ত্রী, রেল সচিব ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কমলাপুর রেল স্টেশনে রানিং স্টাফদের সমাবেশে ঘোষণা করেন রানিং অ্যালাউন্স পূর্বের মতো বহাল থাকবে। কিন্তু ৩ বছর পার হলেও বিষয়টি সুরাহা হয়নি। মাইলেজ সুবিধা না দিলে রানিং স্টাফগণ আন্ডার রেস্টে ডিউটি করবেন না বলে ঘোষণা দেন। এর ফলে বিভিন্ন সময়ে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরবর্তীতে ট্রেন চালক, গার্ড ও টিটিইদের দাবি মানার আশ্বাস দেওয়া হলেও এই তিন বছরে দাবি না মানা হয়নি। তাই আবার আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।