গাছপালা, বন, পাহাড়, নদী
ছুটছে পিছন দিক,
ট্রেন চলেছে ঝড়ের বেগে
ঝিকঝিকা ঝিকঝিক।
সবুজ মাঠের মধ্যিখানে
চলছে হেলে দুলে,
বিরাট অজগরের মতো
চলছে দুলে দুলে।
যেদিক তাকাই দুচোখ জুড়ায়
সবুজ শ্যামল ঢাকা,
শিল্পীর ক্যানভাসে যেন
রং তুলিতে আঁকা!
বিরাট হুইসেল বাজায় শেষে
স্টেশনে থামে,
ব্যস্ত খুবই যাত্রীগুলো
কেউ উঠে, কেউ নামে।
প্লাটফর্মে ঘুমিয়ে থাকে
বাস্তুহারার দল,
ওদের দেখে দুচোখ আমার
করে যে ছলছল।
আবার চলে মজার এ রেল
কু…. ঝিকঝিক ঝিক,
থামবে পরের স্টেশনে
সময় হলে ঠিক।