ট্রেনে বিশুদ্ধ পানি চাই

| রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৪:৫১ পূর্বাহ্ণ

পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোন প্রাণী বাঁচতে পারে না। পানি ছাড়া জীব জগতের অস্তিত্ব কল্পনাও করা যায় না। একইভাবে মানুষের জীবন ধারণে বিশুদ্ধ পানির গুরুত্ব অপরিহার্য। কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আগের সব পানির কোম্পানি বাদ দিয়ে এখন রেল পানি নামে এক ধরনের বোতল পানি বিক্রি শুরু করেছে, যেটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরীক্ষা করে বলেছে, এটা স্বাস্থ্যসম্মত নয়। তাছাড়া অন্য পানির চেয়ে এটা গন্ধযুক্ত ও তেতো। তারপরও রেলওয়ে কর্তৃপক্ষ এই পানি বিক্রি বন্ধ করে নি। যার ফলে আমরা প্রতিনিয়ত নিজের অজান্তেই দূষিত পানি পান করছি। ঈদ আসলেই আমরা ট্রেনের যে ভয়াবহ রূপ তা দেখতে পাই। এই প্রচণ্ড গরমে মানুষ একটু স্বস্তি পাওয়ার জন্য ট্রেন থেকে পানি ক্রয় করে। কিন্তু সেই পানি যদি বিষ হয় তাহলে জীবনের পরিবর্তে মরণের কারণ হতে পারে। তাই দেশের সকল মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোঃ সবুর আহমেদ
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধনবাব সিরাজউদ্দৌলা : বাংলার অস্তমিত সূর্য
পরবর্তী নিবন্ধমানসিক বিকৃতির আরেক নাম টিকটক