ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

মীরসরাই রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে পারভিন আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভিন মীরসরাই পৌরসভার তারাকাটিয়া গ্রামের মো. মহিউদ্দিনের স্ত্রী।

চট্টগ্রাম রেলওয়ে ফাঁড়ির (সীতাকুন্ড) ইনচার্জ খোরশেদ আলম বলেন, মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হওয়ার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে নারীর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের ৫৪২ ভূমিহীন পরিবার ঈদ করবে নিজেদের পাকা ঘরে
পরবর্তী নিবন্ধশিক্ষানুরাগী কামাল উদ্দিন আহমদ স্মরণসভা আজ