ট্রেনে কাটা পড়ে মীরসরাইয়ে রফিক উদ্দিন (৪০) নামে এক প্রতিবন্ধী নিহত হয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) বিকেলের দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বারইয়ারহাট পৌরসভার উত্তর পাশে খাঁন সিটি সেন্টারের পিছনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক উদ্দিন উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে প্রতিবন্ধী রফিক উদ্দিন রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে। পরে পরিবারের লোকজন এসে তার লাশ উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বলেন, বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধী নিহত হওয়ার খবর পেয়েছি। খোঁজখবর নিচ্ছি।