ট্রেনের ভাড়া বাড়ছে না

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বৃদ্ধি পেলেও রেল যাত্রীদের জন্য সুখবর হল আপাতত ট্রেনের ভাড়া বাড়ছে না। বাড়ছে না ট্রেনে পণ্য পরিবহনের ভাড়াও। রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন যাত্রী সাধারণ এবং পণ্য পরিবহনে এ সুখবর দিয়েছেন। তিনি জানান- আপাতত যাত্রীবাহী ট্রেন এবং পণ্য পরিবহন ভাড়া বাড়াচ্ছে না বাংলাদেশ রেলওয়ে। যেহেতু রেলওয়ে সেবামূলক প্রতিষ্ঠান, জনগণের দুর্ভোগ বাড়ে এমন কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে রেল কর্তৃপক্ষ নিতে চায় না। গতকাল শনিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, তেলের দাম বাড়লেও রেলওয়ের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। রেলওয়ের সার্বিক উন্নয়নের মাধ্যমে জনগণকে একটি সহজ এবং আরামদায়ক সেবা দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।
গত কয়েকদিন চট্টগ্রাম রেল স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডিজেলের দাম বাড়ার সাথে সাথে বাস ভাড়া বৃদ্ধি পাওয়ায় প্রতিটি ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে। দূরপাল্লার বাসের ভাড়ার চেয়ে ট্রেনের ভাড়া অনেক কম। এমনিতেই বাসের চেয়ে ট্রেনের প্রতি যাত্রীদের আগ্রহ বেশি যুগ যুগ ধরে। তার মধ্যে বাসের ভাড়া বেড়ে যাওয়ায় এই চাপ আরো বেড়ে গেছে বলে জানান চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধএক কালো পোয়া মাছ সাড়ে সাত লাখ টাকা!
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু