ট্রেনের নিচে ঝাঁপ, দেড় কিমি দূরে ছিন্নভিন্ন মরদেহ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৮:০৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে বাদশা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামকক্সবাজার রেললাইনে উপজেলার আধুনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রূপবান পাড়া এলাকা থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাদশা মিয়া লোহাগাড়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজিদার পাড়ার মৃত রজিউল্লাহর পুত্র। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত পারিবারিক কলহের জেরে বাদশা মিয়া মানসিক সমস্যায় ভুগছেন। গতকাল সকালে পরিবারের সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে যান। এরপর তাকে শাহপীর সড়ক হয়ে থানা ভবনের পেছনে রেললাইনের উপর হাঁটতে দেখেছেন পথচারীরা। এ সময় তিনি কঙবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রেনের সাথে তার ছিন্নভিন্ন মরদেহ প্রায় দেড় কিলোমিটার দূরে রূপবান পাড়া এলাকায় রেললাইনে গিয়ে ছিটকে পড়ে।

নিহতের পুত্র মো. জিসান জানান, সকাল ৯টার দিকে তার পিতা জায়গাজমির কাগজপত্র নিয়ে বের হন। এক বছর আগেও তার পিতা বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। প্রায় ৩ বছর আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরে এসেছেন। রেললাইনে কাটা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার পিতার ছিন্নভিন্ন মরদেহ দেখে পরিচয় শনাক্ত করেন।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. লোকমান জানান, পর্যটক এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যাবার বিষয়টি অবগত হয়েছেন। পরে বিষয়টি রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত ট্রেন থেকে একজনকে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল, যা জানা গেল
পরবর্তী নিবন্ধলাল কাপড়ের নিচে মিলল ‘কারনেটের গাড়ি’