ট্রেনের ডিউটিতে প্রক্সি দিতে এসে ধরা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

তিনি রেলের কেউ নন। চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে অন্য একজনের প্রক্সি দিতে এসে ধরা খেলেন মামুন নামে এক ব্যক্তি। গত শুক্রবার রাত ৯টার দিকে লাকসাম স্টেশনে এ ঘটনা ঘটে। শেষে থানা থেকে মুচলেকায় ছাড়া পেলেন তিনি।
রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ থেকে জানা গেছে, নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মচারী ইলেক্ট্রিশিয়ান মো. জালালের ডিউটি ছিল। জালাল নিজে ডিউটিতে না এসে তার পরিবর্তে মো. মামুন নামে একজনকে প্রক্সি দিতে পাঠান। ট্রেনে এক পর্যায়ে মামুনকে জেরা করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।
এই ব্যাপারে লাকসাম স্টেশন মাস্টার সাহাব উদ্দিন জানান, ট্রেনে মামুনকে সন্দেহ হলে তাকে জেরা করা হয়। এসময় সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে সে প্রক্সি দেয়ার কথা স্বীকার করে। ট্রেনের দায়িত্বরতরা মামুনকে ধরে রেলওয়ে থানায় নিয়ে যায়। গতকাল সকালে থানা থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধহলে সভা, রাস্তায় হাতাহাতি
পরবর্তী নিবন্ধরাউজানে ইউএনওর অভিযানে বন্ধ হলো বাল্যবিয়ে