ট্রেনের টিকিট কালোবাজারি, আনসারসহ আটক ৩

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

ঈদ যাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে এক আনসার সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে চট্টগ্রাম রেলস্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতারা হলেন আনসার সদস্য মো. স্বপন, মো. মজনু ও মো. রুবেল। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯টি টিকিট।

রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। এ জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৯টি টিকিট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার পরবর্তী তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি এস এম শহিদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধখোকন, আলাল, দুলু বিএনপির উপদেষ্টামণ্ডলীতে
পরবর্তী নিবন্ধএবার ঈদে কর্মীদের জন্য নেতাদের আয়োজন কম