বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ–বিলসের বিলস ডিজিবি প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের অংশ হিসাবে আউটপুট ইউজার্স কনফারেন্স গতকাল শনিবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিলস–এলআরএসসি সেন্টার কোঅর্ডিনেশনের চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন।
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান। তিনি বলেন, শ্রমজীবী মানুষের সংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই। ট্রেড সংগঠনগুলোকে আর্থিকভাবে শক্তিশালী হতে হবে, যাতে নিজেদের সাংগঠনিক কার্যক্রমে কোনো ধরনের সংকটের মুখোমুখি হতে না হয়। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যারা নিজেদের দক্ষ নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তারাই যেন আগামী দিনে নেতৃত্বে সুযোগ পান।
উদ্বোধনী বক্তব্য রাখেন বিলসের নির্বাহী পরিচালক এবং সদ্য গঠিত শ্রম অধিকার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য মেসবাহ উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, অধ্যাপক শাহিন চৌধুরী, ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ফসিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিন চৌধুরী, চট্টগ্রাম শ্রম দপ্তরের পরিচালক গিয়াস উদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের উপমহাপরিদর্শক শিপন চৌধুরী, টিউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত প্রমুখ।
উল্লেখ্য, বিলস–ডিজিবি প্রকল্পের কার্যক্রম ২০১৬ সাল থেকে শুরু হয়। প্রকল্পের তৃতীয় ধাপে (২০২২–২০২৪) নারী ও যুব নেতৃত্বকে সামাজিক সুরক্ষা এবং শোভন কাজের প্রচারে সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।