ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মানববন্ধন

| বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

রমজান মাসে শ্রমজীবী মানুষের জন্য রিলিফ প্রদানের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল সকাল ১১টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরপর ডিসিকে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে সভাপত্বিত করেন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি তফাজ্জল হোসেন প্রধান। প্রধান অতিথি ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। বক্তব্য রাখেন মো. ইফতেখার কামাল খান, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি এমএস রহমান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ পারভেজ, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ইমারত নিমার্ণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ বায়েজিদ থানা শাখার সভাপতি মোহাম্মদ আশরাফ আলী, মোহাম্মদ ফিরোজ আলম, মোহাম্মদ রাশেদ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজানে অন্যান্য সেক্টরের শ্রমিক কর্মচারীরা ছুটি পেয়ে বেতন বোনাস নিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ করে। অথচ হোটেল, ডেকোরেটার্স, কমিউনিটি সেন্টার, নির্মাণ শ্রমিকরা বিনা মজুরী ও বোনাসে হতাশায় নিরানন্দের মধ্যে অতিবাহিত করে। এসব সেক্টরে প্রচুর মহিলা শ্রমিকও কাজ করে। তাদের একটা অংশ এমন দুরবস্থায় থাকে যে তাদের সেহরী খাওয়া বা ইফতার গ্রহণ করার সামর্থও থাকে না। রমজানে তাদের চাল, ডাল, ছোলা, তেল, চিনি, আটাসহ রিলিফ প্রদানের দাবি জানান নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ তপন দত্তের নেতৃত্বে চট্টগ্রামের জেলা প্রশাসককে স্মারকলিপি হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচলচ্চিত্র লেকচার ওয়ার্কশপ ও ফিল্ম সেশন ১৮ ও ১৯ মার্চ
পরবর্তী নিবন্ধশুলকবহর সুচয়ন বিদ্যাপীঠে জাতীয় শিক্ষা সপ্তাহ