ট্রেড ইউনিয়নের মানববন্ধন ও সমাবেশ

| বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

পাঁচলাইশ থানায় বায়েজিদ স্টিলে কর্মরত অবস্থায় ২জন শ্রমিক মারাত্মক অগ্নিদগ্ধ হওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরর সম্মুখ চত্বরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বায়েজিদপাঁচলাইশচাঁন্দগাওচকবাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অঞ্চলিক কমিটির সভাপতি মো. হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিন উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রামের কার্যকরী সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মো. ইমান আলী, মো. মানিক মিয়া, নূর আলম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, বিগত ১০ ফেব্রুয়ারি রিফাত হোসেন তোফা এবং আরিফুল ইসলাম নামে দুইজন শ্রমিক মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছেন। তারা মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হলেও তাদের কাউকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়নি। শুধু তাদের দুইজনকে ক্ষত স্থানে ড্রেসিং করিয়ে চিকিৎসা দেয়া হচ্ছিল। ফলে রিফাত হোসেনের অবস্থা এখন খুবই খারাপ হয়ে পড়েছে। বর্তমানে তার অবস্থা এত খারাপ যে, ড্রেসিং করার সময় ডাক্তারদের পরামর্শে তাকে গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারদের সাথে কথা বলে জানা গেছে, রিফাত হোসেন তোফার পায়ের মাংস পুড়ে হাড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, হতভাগ্য শ্রমিক রিফাত পঙ্গু হয়ে যাবার শংকায় রয়েছে। অন্যদিকে আরিফুল ইসলামের মাথা ও মুখ পুড়ে গেছে। এখনো তাকে বাসায় রেখে ড্রেসিং করে চিকিৎসা চালানো হচ্ছে। ইতিমধ্যে তার চিকিৎসা বাবদ যে খরচ হয়েছে কর্তৃপক্ষ তাও প্রদান করেন নাই। সভা শেষে বায়েজিদ স্টিল মিলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বায়েজিদপাঁচলাইশচাঁন্দগাওচকবাজার আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি পেশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদখলদারিত্বের সংস্কৃতিকে জাদুঘরে পাঠানো হয়েছে
পরবর্তী নিবন্ধইনার হুইল ক্লাব অব লুসাই হিলসে্র ইফতার সামগ্রী বিতরণ