চিত্রনায়ক শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘নবাব এলএলবি’র ট্রেইলার প্রকাশের পর তা নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার প্রকাশিত আড়াই মিনিটের ট্রেইলারে আইনজীবীর ভূমিকায় দেখা গেছে শাকিব খানকে। ছবিতে তার বেশ কয়েকটি সংলাপ প্রশংসা কুড়িয়েছে অন্তর্জালে। খবর বিডিনিউজের।
১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী ও চিত্রনাট্যও তার। এতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে। ইতোমধ্যে আই থিয়েটারে ছবির জন্য টিকিট বিক্রি চলছে। সাড়াও ভালো মিলছে বলে জানান পরিচালক মামুন।