ফেসবুকে রয়েছে একাধিক ভুয়া আইডি। এসব আইডিতে নিজের পরিচয় গোপন করে দেওয়া হয় মিথ্যা তথ্য। প্রোফাইলেও দেওয়া হয় ভুয়া ছবি। মোবাইল নম্বরও থাকে নতুন কেনা কিংবা অন্য কারো নামে নিবন্ধিত। এরপর ফেসবুকের বিভিন্ন সেলস রিলেটেড পেইজে গিয়ে মূল্যবান জিনিস কেনার আগ্রহ দেখায়। একপর্যায়ে বিক্রেতাকে আকৃষ্ট করে কেনার কথা বলে সুযোগ বুঝে জিনিস নিয়ে পালিয়ে যায়। এভাবে ফেসবুকে ক্রেতা সেজে মোটরসাইকের ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। গতকাল সোমবার মীরসরাই থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মীরসরাইয়ের পশ্চিম খৈয়াছড়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে মেহেরাজ হোসেন চৌধুরী (২০) এবং মীরসরাই পৌরসভার মধ্যম মগাদিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে শাহরিয়ার হোসেন সাব্বির (২০)। পুলিশ সূত্রে জানা গেছে, বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচরা এলাকায় একজন ব্যক্তি মোটরসাইকেল বিক্রির জন্য সেলবাজার ডট কমে পোস্ট দেন। ওই পোস্ট দেখে ছিনতাইকারীরা বাইকটি কেনার আগ্রহ দেখায়। বিক্রেতা বাইকটি দেখানোর জন্য গত ১৩ ডিসেম্বর বালুচরা এলাকায় এলে আসামিরা ট্রায়াল দেওয়ার কথা বলে দ্রুত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এরপর তাদের ফেসবুক এবং ব্যবহৃত মোবাইল বন্ধ করে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামিদের অবস্থান সনাক্ত করে গতকাল সকালে তাদের মীরসরাই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যাতা স্বীকার করেছেন।