দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ডনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্ক প্রশাসনের আকার ছোট ও সরকারি ব্যয় হ্রাসের যে টার্গেট নিয়েছিলেন, তার অংশ হিসেবে এখন পর্যন্ত সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সাড়ে ৯ হাজারের বেশি কর্মীর চাকরি চলে গেছে। খবর বিডিনিউজের।
শুক্রবার পর্যন্ত চাকরিচ্যুত এ কর্মীদের মধ্যে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ভূমি ব্যবস্থাপনা থেকে শুরু করে সামরিক ভেটেরানদের দেখভালের দায়িত্বে থাকা অনেকেই আছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্বরাষ্ট্র, জ্বালানি, ভেটেরান সংক্রান্ত, কৃষি, স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের যে কর্মীদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের বেশিরভাগই শিক্ষানবীস, যাদের চাকরির মেয়াদ এক বছরও পার হয়নি এবং কর্মসংস্থান সংক্রান্ত সুরক্ষাও সীমিত। চাকরিচ্যুতির পাশাপাশি ট্রাম্প প্রশাসনের প্রস্তাব মেনে আর্থিক সুবিধা নিয়ে প্রায় ৭৫ হাজার কর্মী এর মধ্যে স্বেচ্ছায় চাকরি ছাড়ারও ঘোষণা দিয়েছেন। এই সংখ্যা যুক্তরাষ্ট্র সরকারের অধীনে কাজ করা ২৩ লাখ বেসরকারি কর্মীর প্রায় ৩ শতাংশ। ট্রাম্প মনে করেন, কেন্দ্রীয় সরকারের আকার প্রয়োজনের তুলনায় অনেক বেশি, পাশাপাশি অপচয় ও জালিয়াতির কারণে বিপুল পরিমাণ অর্থও খরচ হয়।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ঋণের পরিমাণ এখন ৩৬ ট্রিলিয়ন ডলার (এক ট্রিলিয়ন সমান ১০ লাখ কোটি ডলার), গত বছর দেশটির বাজেট ঘাটতির পরিমাণও ছিল এক দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। প্রশাসনের সংস্কার নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে এক ধরনের ঐকমত্যও আছে।
তবে এক্ষেত্রে ট্রাম্প আর মাস্ক যে গতিতে এগুচ্ছেন, সমন্বয়ের অভাবে তা নিয়ে এরই মধ্যে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি উইলিসসহ প্রেসিডেন্টের অনেক সহযোগী হতাশাও ব্যক্ত করেছেন বলে একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে।