ট্রাম্প মহামারীর কাছে আত্মসমর্পণ করেছেন : বাইডেন

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১০:২১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর মধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া সত্ত্বেও তিনি কোয়ারেন্টিনে না গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসব ঘটনার প্রতিক্রিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন রোববার বলেছেন, ট্রাম্প মহামারীর কাছে আত্মসমর্পণ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার পরীক্ষায় পেন্সের চিফ অব স্টাফ মার্ক শর্টের করোনাভাইরাস পজিটিভ আসে। তারপরও শর্টের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ভাইস প্রেসিডেন্টের প্রচারণা চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়, হোয়াইট হাউস ফেডারেল আইন অনুযায়ী পেন্স ‘জরুরি কর্মী’। খবর বিডিনিউজের। স্বাভাবিক সময়ে এই পদমর্যাদা দমকল কর্মী, পুলিশ কর্মকর্তা এবং সামনের সারিতে থাকা চিকিৎসা কর্মীদের জন্য সংরক্ষিত থাকে। পরীক্ষায় পেন্সের আরও বেশ কয়েকজন শীর্ষ সহযোগীর কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন হোয়াইট হাউসে চিফ অব স্টাফ মার্ক মেডোউস। শনিবার রাতে ভাইস প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছিলেন, পরীক্ষায় পেন্স ও তার স্ত্রীর করোনাভাইরাস নেগেটিভ এসেছে।
রোববার পেন্স নর্থ ক্যারোলাইনার রাজ্যের কিনস্টনে নির্বাচনী জনসভায় বক্তৃতা দিয়েছেন। সোমবার তিনি মিনেসোটা রাজ্যের হিবিংয়ের জনসভায় যোগ দেবেন। শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রায় ৮৪ হাজার নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর শনিবার আরও ৭৯,৯০০ জনের পজিটিভ এসেছে। এই মহামারীতে দেশটিতে ২ লাখ ২৫ হাজার জনের মৃত্যু ও লাখ লাখ নাগরিক বেকার হওয়ায় এটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার প্রধান ইস্যুতে পরিণত হয়েছে।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রজেক্টের তথ্য অনুযায়ী, ৩ নভেম্বরের নির্বাচনের ৯ দিন আগেই রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫ কোটি ৯৪ লাখ ভোটার তাদের ভোট দিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে নতুন করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলেও নিউ হ্যাম্পশায়ারের একটি বিমানবন্দরে আয়োজিত জনসভায় ট্রাম্প বলেছেন, বিশ্বের আর কোনো দেশ আমাদের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি।
তিনি বলেন, আমরা কাটিয়ে উঠছি, আমাদের টিকা আছে, আমাদের সব আছে। এমনকি টিকা ছাড়াই আমরা মোড় ঘুরিয়ে দিচ্ছি। এই জনসভায়ও তার সমর্থকদের অনেকের মুখে মাস্ক ছিল না এবং তারা নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্বও বজায় রাখেননি বলে জানিয়েছে রয়টার্স।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র মহামারী নিয়ন্ত্রণে আনতে অপারগ
পরবর্তী নিবন্ধটোল রোডে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু