ট্রাম্প বিশ্বের সম্রাট নন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই

বিবিসিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। বিবিসিকে এক একান্ত সাক্ষাৎকারে ট্রাম্পের সমালোচনা করে লুলা বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু তিনি বিশ্বের সম্রাট নন। লুলা ঘন ঘনই ট্রাম্পের সমালোচনা করে এসেছেন, কিন্তু তার এই বক্তব্যই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট লক্ষণ যে, তিনি মনে করেন তার এবং ট্রাম্পের মধ্যে যোগাযোগ এখন ভেঙে গেছে।

ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত থাকলেও ট্রাম্প গত জুলাই মাসে ব্রাজিলের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগে চলা বিচারকে এর কারণ হিসাবে উল্লেখ করেছিলেন ট্রাম্প। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এই শুল্ককে বেশিমাত্রায় রাজনৈতিক বলে অভিহিত করেন এবং বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের ভোক্তারা ব্রাজিলের পণ্যের উচ্চ মূল্যের সম্মুখীন হবেন। খবর বিডিনিউজের।

ট্রাম্প ও লুলা কখনও একে অপরের সঙ্গে সরাসরি কথা বলেননি। লুলা কের ফোন ধরেননি বা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেননিএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কখনও সেই ফোনালাপের চেষ্টা করিনি। কারণ, তিনি কখনও আলাপ করতে চাননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে নিজের সম্পর্ককে কিভাবে বর্ণনা করবেন জিজ্ঞেস করা হলে লুলা বলেন, কোনও সম্পর্ক নেই। সাক্ষাতকারে লুলা আরও বলেন, ট্রাম্পের সঙ্গে তার খারাপ সম্পর্ক ব্যতিক্রমী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইইউ, চীন, ইউক্রেন, ভেনিজুয়েলা এবং বিশ্বের সব দেশের সঙ্গে তিনি কীভাবে সম্পর্ক গড়ে তুলেছেন তা উল্লেখ করেন লুলা। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক কেন নেই তা জানিয়ে লুলা বলেন, ট্রাম্প যখন প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন তিনি (লুলা) প্রেসিডেন্ট ছিলেন না।

লুলা বলেন, ট্রাম্পের সম্পর্ক বলসোনারোর সঙ্গে, ব্রাজিলের সঙ্গে নয়। তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু তিনি বিশ্বের সম্রাট নন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৫১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভারতের নির্বাচন কমিশন ভোট চোরদের সুরক্ষা দিচ্ছে