যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিয়ে জর্জিয়া রাজ্যে প্রচার সমাবেশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুইজনই। শনিবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচার সমাবেশে বাইডেন এবং ট্রাম্প বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। একে অপরকে দোষারোপ করে কথা বলেন তারা। ৭৭ বছর বয়সী ডনাল্ড ট্রাম্প তার বক্তব্যে গত বৃহস্পতিবার বাইডেনের দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণকে খাপ্পা, নৈরাশ্যজনক এবং বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেন। খবর বিডিনিউজের।
অবৈধ এক অভিবাসীর হাতে জর্জিয়ার ২২ বছর বয়সী একজন নার্সিং শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়ও বাইডেনকে দোষারোপ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছে এবারের নির্বাচনে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে অভিবাসন। গ্যালপ জরিপে গতমাসে এমনটিই দেখা গেছে। এরই প্রেক্ষাপটে ট্রাম্প নাসিং শিক্ষার্থী রিলে খুনের ঘটনা সামনে এনেছেন। সমাবেশে রিলের ছবি হাতে সমবেত তার পরিবারের সদস্য, বন্ধু–বান্ধব ও সমর্থকদের উদ্দেশে ট্রাম্প শিক্ষার্থী খুনের ঘটনায় ন্যায়বিচার দাবি করা এবং সীমান্ত সিল করে দেওয়ার অঙ্গীকার করেন। ট্রাম্পের বক্তব্যের এক ঘণ্টা পরই প্রচার সমাবেশে বক্তব্য রাখেন ৮১ বছর বয়সী বাইডেন।
২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের কীর্তিকলাপসহ আরও নানা ঘটনায় তাকে দোষারোপ করে কথা বলেন তিনি। নভেম্বরের আসন্ন নির্বাচনকে প্রতিদ্বন্দ্বী দুই শিবিরের মধ্যে জাতির আত্মার জন্য লড়াই আখ্যা দিয়ে বাইডেন বলেন, নির্বাচন নিয়ে ট্রাম্পের অসন্তোষ, প্রতিশোধ গ্রহণের যে কাহিনী আছে তা ভোটারদের স্বার্থ পরিপন্থি। শনিবার জর্জিয়ার সবচেয়ে বড় নগরী রোমে ট্রাম্পের শীর্ষ সহযোগী মারজোরি টেলরের সমাবেশকালে ট্রাম্পকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বাইডেন।