ট্রাম্প পরিবারে গৃহদাহ

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ৪:৩০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার স্বীকার না করার গোঁ ধরে বসে থাকায় তার পরিবারও এখন বিভক্ত হয়ে পড়তে শুরু করেছে। ট্রাম্পকে নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের জয় মেনে নিতে বলছেন ফার্স্টলেডি মেলানিয়া এবং জামাতা জ্যারেড কুশনার। কিন্তু এতে প্রবল আপত্তি জানাচ্ছেন ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিক। তারা ট্রাম্পসহ তার মিত্রদেরকেও নির্বাচনের ফলের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে বলছেন বলে জানিয়েছে সিএনএন। ট্রাম্পের মেয়ে জামাই ও ঘনিষ্ঠ উপদেষ্টা শ্বশুরকে হার মেনে নিতে বুঝিয়েছেন বলে খবর পাওয়ার কথা সিএনএন আগেই জানিয়েছিল। এরপর ট্রাম্পের স্ত্রী মেলানিয়াও ব্যক্তিগতভাবে তাকে বুঝিয়েছেন বলে সংশ্লিষ্ট আরেক সূত্রে খবর মিলেছে। পরাজয় স্বীকার করে নেওয়ার সময় এসেছে বলে ট্রাম্পকে তার সিদ্ধান্ত বদলের পরামর্শ দিয়েছেন মেলানিয়া। খবর বিডিনিউজের।
আর এর সম্পূর্ণ বিপরীত পরামর্শ দিয়ে ট্রাম্পের দুই বড় ছেলে কেবল আইনি লড়াই চালিয়ে যাওয়াই নয় বরং দলের রিপাবলিকান সদস্যসহ ট্রাম্পের সমর্থকদেরকে প্রকাশ্যে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করার জন্যও চাপ দিচ্ছেন।
ট্রাম্প শিবির এখন ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে ভোট গণনায় দুর্নীতির অভিযোগ নিয়ে প্রচারে নেমে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ চুরি করে নেওয়া হচ্ছে বলে চাউর করার চেষ্টা নেওয়ার পরিকল্পনা করছে।
গত রোববার সংশ্লিষ্ট তিন কর্মকর্তার কাছ থেকে এমন খবরই পাওয়া গেছে বলে জানিয়েছে সিএনএন। এক্ষেত্রে মিশিগানসহ বেশ কিছু রাজ্যে মৃত ব্যক্তির ভোট দেওয়ার অভিযোগ তুলে প্রচারণায় নামতে পারেন তারা; আর এই বার্তা ছড়িয়ে দিতে নির্বাচনী প্রচারের মতো সমাবেশও করতে পারেন।
তাদের এই প্রচার কৌশলের লক্ষ্য হচ্ছে নির্বাচনের ফল নিয়ে ঘোরতর সন্দেহ সৃষ্টি করা যাতে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলো বিষয়টি তদন্ত করে দেখা চাপে পড়ে কিংবা তারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে আবার ভোট গোনার নির্দেশ দেয়। এমন হলে ভোট গণনা প্রক্রিয়ায় আরও সময় লেগে যাবে। আর সেই সুযোগে ট্রাম্পের প্রচার শিবির মামলা নিয়ে অগ্রসর হতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধবন্দর-পতেঙ্গায় হাসপাতাল নির্মাণে মন্ত্রণালয়ের সায়
পরবর্তী নিবন্ধকরোনায় দেশে আরও ২৫ জনের মৃত্যু