ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে অনলাইন বৈঠক করতে জার্মানিতে জেলেনস্কি

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১২:০১ অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামীকাল শুক্রবার বৈঠক হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার আগে দিয়ে ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে জার্মানিতে আয়োজিত অনলাইন বৈঠক সেরে নিতে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বুধবার এ লক্ষ্যে জার্মানির রাজধানী বার্লিনে গেছেন তিনি। সেখানে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎসের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে জেলেনস্কির। খবর বিডিনিউজের।

ইউক্রেনে যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার ওপর ধারাবাহিকভাবে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। আগামীকাল ট্রাম্পপুতিন বৈঠকে মূলত যুদ্ধ থামানো নিয়েই আলোচনা হওয়ার কথা। তার আগে গতকাল জেলেনস্কির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার কথা ট্রাম্পের। এতে যোগ দেবেন ইউরোপীয় নেতারাও।

অনলাইন কলে ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ অন্যান্য ইউরোপীয় নেতারা ইউক্রেনকে ছাড়া কোনও সিদ্ধান্ত যাতে নেওয়া না হয় সে কথারই পুনরাবৃত্তি করবেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের সঙ্গে ভার্চুয়াল এই বৈঠকে যুদ্ধবিরতির ক্ষেত্রে ইউক্রেনের স্বার্থ সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরতে পারেন জেলেনস্কি এবং তার ইউরোপীয় মিত্রদেশগুলোর নেতারা। এই দেশগুলোর মধ্যে আছে জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, পোল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। বৈঠকে পশ্চিমা সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রুত্তেও অংশ নেবেন। ওদিকে ট্রাম্পের সঙ্গে কলে অংশ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।

পূর্ববর্তী নিবন্ধমানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভারত ন্যূনতম, পাকিস্তান কদাচিৎ ব্যবস্থা নিয়েছে
পরবর্তী নিবন্ধট্রাম্প-পুতিন বৈঠক কাল