ট্রাম্প অভিষেকে গুগল, বোয়িং, মাইক্রোসফটেরও চাঁদা ১০ লাখ ডলার

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:৫৩ পূর্বাহ্ণ

অ্যামাজন, মেটা, ওপেনএআই ও উবারের মতো বড় বড় প্রতিষ্ঠানের পদাঙ্ক (বা অর্থাঙ্ক) অনুসরণ করে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিচ্ছে মার্কিন এয়ারক্রাফট নির্মাতা কোম্পানি বোয়িং, গুগল ও মাইক্রোসফট। খবর বিডিনিউজের।

অনুদানের তালিকায় তেল উৎপাদক শেভরন ও প্রযুক্তি জায়ান্ট মেটা, অ্যামাজন এবং উবারের নামও রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার কথা রয়েছে ২০ জানুয়ারি।

বোয়িং বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল অভিষেক কমিটিকে সমর্থনের মাধ্যমে কোম্পানিটির দ্বিপক্ষীয় ঐতিহ্য অব্যাহত রাখতে পেরে আমরা আনন্দিত। তারা আরও বলেছে, গত তিনটি প্রেসিডেন্টের অভিষেক তহবিলের প্রতিটিতে একই রকম অনুদান দিয়েছে বোয়িং।

সমপ্রতি এয়ারক্রাফটের নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ সংকট কাটিয়ে ওঠার জন্য কাজ করছে বোয়িং। পাশাপাশি গত বছরের ধর্মঘটের ফলে ক্ষতি মোকাবেলায়ও কাজ করছে কোম্পানিটি। পরবর্তী প্রেসিডেন্সিয়াল এয়ারক্রাফট, এয়ার ফোর্স ওয়ানও তৈরি করছে বোয়িং। ধারণা করা হচ্ছে, আগামী বছরের প্রথম দিকে পরিষেবায় আসতে পারে জেট দুটি।

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে বোয়িংকে তাদের চুক্তি পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিলেন ট্রাম্প। কারণ, ওই সময় এ চুক্তিটিকে খুব ব্যয়বহুল বলে বর্ণনা করেছিলেন তিনি। বৃহস্পতিবার ব্লুমবার্গকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পের অভিষেক তহবিলে প্রতিষ্ঠানটির অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন মাইক্রোসফটের এক মুখপাত্র।

ব্লুমবার্গ প্রতিবেদনে বলেছে, ২০১৭ সালে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ও ২০২১ সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের প্রতিটিতে পাঁচ লাখ ডলার করে অনুদান দিয়েছিল মাইক্রোসফট। ফেসবুকের মূল কোম্পানি মেটা ও মার্কিন ইকমার্স কোম্পানি অ্যামাজনের ১০ লাখ ডলার অনুদানের পরে প্রেসিডেন্ট তহবিলে অনুদান দেওয়া সর্বশেষ বড় প্রযুক্তি কোম্পানি হয়ে উঠেছে গুগল।

পূর্ববর্তী নিবন্ধরাখাইনের গ্রামে জান্তার বিমান হামলায় বহু নিহত : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধকমেছে বাতাস, লস অ্যাঞ্জেলেসে আগুন নেভানোর কাজে অগ্রগতি