যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নতুন বছরের প্রথমদিনে ডনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল লাস ভেগাসের সামনে টেসলার একটি সাইবারট্রাক বিস্ফোরিত হয়ে চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও সাতজন। খবর বিডিনিউজের।
বুধবার নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে চলন্ত পিকআপ ট্রাক নিয়ে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই লাস ভেগাসে গাড়ি বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দু’টি গাড়িই ভাড়া করা এবং দু’টিই টুরো নামের কার– শেয়ারিং অ্যাপের মাধ্যমে ভাড়া নেওয়া হয়েছিল। টেসলার সাইবারট্রাক বিস্ফোরণের ঘটনাটি সন্ত্রাসবাদী কোনো কাজ কি না এফবিআই তা তদন্ত করে দেখছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।