রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলছেন, ইউক্রেন সঙ্গে শান্তিচুক্তিতে সম্মত না হলে রাশিয়ান রপ্তানি পণ্যের ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের যে নাটকীয় আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা নিয়ে রাশিয়া মোটেই চিন্তিত নয়। সোমবার ওভাল অফিসে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের পাশে বসে ট্রাম্প ঘোষণা দেন ইউক্রেনের জন্য নতুন অস্ত্র সহায়তার এবং রুশ রপ্তানি পণ্যের ক্রেতাদের ওপর ১০০ শতাংশ হারে সেকেন্ডারি ট্যারিফ বা পরোক্ষ শুল্ক আরোপের হুমকি দেন। খবর বাংলানিউজের।
রাশিয়ার রপ্তানির বড় একটি অংশই হচ্ছে অপরিশোধিত তেল। এছাড়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি তাকে খুনি বলতে চাই না, তবে সে একজন কঠিন লোক। এর আগে ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক সাক্ষাৎকারের পুতিনকে খুনি বলেছিলেন।
মেদভেদেভ এক্স–এ দেওয়া এক পোস্টে লেখেন, ট্রাম্প ক্রেমলিনকে এক নাটকীয় আলটিমেটাম দিয়েছেন। বিশ্ব থমকে দাঁড়িয়েছে, পরিণতির অপেক্ষায়।