যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যে চিকিৎসা পেয়েছেন, বাংলাদেশের মানুষও সেই চিকিৎসা পাচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বৃহস্পতিবার ঢাকার সোনারগাঁও হোটেলে ‘স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশের চিকিৎসকরা কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় যে প্রটোকল তৈরি করেছে, তা খুব ভালো হয়েছে। রোগীদের চিকিৎসায় রেমডিসিভির দেওয়া হচ্ছে। যে ট্রিটমেন্ট ট্রাম্পকে দেওয়া হয়েছে, আমাদের এখানেও একই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আমি ডাক্তারদের ধন্যবাদ জানাই যে তারা আধুনিক ট্রিটমেন্ট বাংলাদেশে দিয়েছে।’ খবর বিডিনিউজের।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ অনেক ব্যবস্থা নিয়েছে। জেলা পর্যায়ে কমিটি, আইসোলেশন, নমুনা পরীক্ষাগার বাড়ানো, হাসপাতালের বেড বাড়ানো হয়েছে। গত ৭ মাসে টেলিমেডিসিনের মাধ্যমে প্রায় ৪০ লাখ মানুষকে সেবা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের কারণে বাংলাদেশে সংক্রমণ, মৃত্যুর হার ‘নিয়ন্ত্রণে’ রয়েছে।