যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে বলে ইরান সরকারকে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ট্রাম্পের প্রাণনাশের কোনও রকম চেষ্টাকে ওয়াশিংটন যুদ্ধের পদক্ষেপ হিসেবেই দেখবে। খবর বাংলানিউজের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়মিতভাবে এসব হুমকির বিষয়ে অবগত করা হয়েছে এবং তিনি তার দলকে আমেরিকানদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র মোকাবেকলার নির্দেশ দিয়েছেন। বাইডেনের নির্দেশে শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইরান সরকারের শীর্ষপর্যায়ে বার্তা পাঠিয়েছেন। এতে তেহরানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প ও অন্যান্য সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করতে বলা হয়েছে। ইরান অবশ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। উল্টো তেহরান অভিযোগ করে বলেছে,যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে ইরানের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে। উদাহরণ হিসেবে তারা ১৯৫৩ সালে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থান এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার ঘটনার কথা উল্লেখ করেছে। ইরাক,সিরিয়া লেবানন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও সশস্ত্র বাহিনীর ওপর ইরানি কমান্ডার কাসেম সোলেমানির হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পর ২০২০ সালের জানুয়ারিতে তাকে হত্যার জন্য বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে আসন্ন ৫ নভেম্বরের নির্বাচনে নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের বিরুদ্ধে লড়ে আবারও হোয়াইট হাউজে ফেরার চেষ্টা করছেন ট্রাম্প। এমন একটি সময়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ট্রাম্পকে হত্যার ইরানের সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করেছেন বলে গত ২৪ সেপ্টেম্বর জানিয়েছিল ট্রাম্পের প্রচারশিবির। হোয়াইট হাউজ বলেছে, যুক্তরাষ্ট্র ট্রাম্পের বিরুদ্ধে ইরানের হুমকি বছরের পর বছর ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তেহরান কোনও মার্কিন নাগরিকের ওপর আক্রমণ চালালে তারা গুরুতর পরিণতি ভোগ করবে।