ট্রাম্পের বিচার দ্রুত করতে সিনেট নেতাদের মতৈক্য

| বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৫২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার দ্রুতগতিতে শেষ করার বিষয়ে একমত হয়েছেন দেশটির সেনেটের নেতারা। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন ক্যাপিটলে রক্তক্ষয়ী দাঙ্গার আগে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ‘বিদ্রোহ উসকে দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনার ১৪ দিন পর ২০ জানুয়ারি মেয়াদ শেষে প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেন তিনি। ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে শুনানি শুরু হওয়ার কথা গতকাল মঙ্গলবার থেকেই। সোমবারই এ ব্যাপারে সম্মতি জানান সেনেটের সদস্যরা। সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চার্লস শুমার বলেছেন, ‘দুই হাউসের ম্যানেজার, ট্রাম্পের আইনজীবী, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ ডেমোক্র্যাটরা বলছেন, সদ্যবিদায়ী প্রেসিডেন্টের দোষ প্রমাণে তাদের হাতে ‘যথেষ্ট’ প্রমাণ আছে। তবে ট্রাম্পের আইনজীবী দলের সদস্যদের ভাষ্য, ৬ জানুয়ারি দাঙ্গায় অংশগ্রহণকারীরা স্বতন্ত্রভাবেই কাজ করেছিল। তারা সেনেটের এই বিচারকে ‘অযৌক্তিক ও অসাংবিধানিক’ বলে অভিহিত করছে। কেননা, ট্রাম্পের মেয়াদ শেষ হয়ে গেছে, তিনি এখন একজন সাধারণ নাগরিক। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত অভিশংসিত তিন প্রেসিডেন্টের মধ্যে একজন ট্রাম্প দেশটির ইতিহাসের একমাত্র প্রেসিডেন্ট, যিনি এক মেয়াদে দুইবার
অভিশংসিত হয়েছেন। সিনেটে দোষী সাব্যস্ত হলে ট্রাম্প এর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা অন্য কোনো সরকারি পদের জন্য প্রার্থী হতে পারবেন না। তবে তাকে দোষী সাব্যস্ত করতে ১০০ সদস্যের সেনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে। সেনেটে এখন ডেমোক্র্যাট সেনেটরের সংখ্যা ৫০। আর রিপাবলিকানরা তাদেরকে সমর্থন জানাবে এমন ইঙ্গিত খুব বেশি নেই। তাই বিচারে শেষ পর্যন্ত ট্রাম্প দায়মুক্ত হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিরিজ বাঁচাতে অনুশীলনে টাইগাররা
পরবর্তী নিবন্ধমিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করছে নিউজিল্যান্ড