ট্রাম্পের বিচারপতি মনোনয়নের প্রতিবাদে নারী বিক্ষোভ

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৫:১০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি এমি কনি ব্যারেটকে মনোনয়নের প্রতিবাদে ওয়াশিংটন ডিসির রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার নারী। শনিবার ওয়াশিংটন নগরীর শহরতলী থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে তারা পদযাত্রা করেছে। সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি রুথ বেডার গিন্সবারগ-কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কনি ব্যারেটের বিরোধিতা করা এবং ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করার ডাক দেয় বিক্ষোভকারীরা। তাদের বেশির ভাগেরই মুখে ছিল মাস্ক। অনেকের পরনে ছিল বিচারপতি গিন্সবার্গের মতো কালো পোশাক এবং লেস কলার। খবর বিডিনিউজের।
গত ১৮ সেপ্টম্বরে ওয়াশিংটন ডিসিতে মৃত্যু হয় বিচারপতি গিন্সবার্গের। তার মৃত্যুতে আদালতের খালি হওয়া বিচারপতির আসন পূরণ নিয়ে ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের রাজনৈতিক বিরোধের মধ্যে ট্রাম্প রক্ষণশীল বিচারক এমি কনি ব্যারেটকে মনোনয়ন দেন। ব্যারেটের নিয়োগ মার্কিন সিনেটের ভোটে নিশ্চিত হলে তিনিই গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন। প্রেসিডেন্ট ট্রাম্প তড়িঘড়ি এ পদ পূরণ করতে চাইছেন, আর ডেমোক্র্যাটরা এ প্রক্রিয়া পিছাতে চান। সিনেটের বিচার বিভাগীয় কমিটি ব্যারেটের নিয়োগ নিশ্চিত করতে ২২ অক্টোবর ভোটের দিন নির্ধারণ করেছে। রপাবলিকানদের এই তাড়াহুড়োর প্রতিবাদেই শনিবার নারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধভিয়েতনামে সেনা ব্যারাকে ভূমিধস, নিখোঁজ ২২
পরবর্তী নিবন্ধমরহুম হোসেনুজ্জামান চেয়ারম্যান আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান