মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট কাটছাঁটের কারণে দ্বিতীয় দফায় প্রায় তিন হাজার কর্মী হারাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ছিল পদত্যাগ করার শেষদিন এবং এ দফায় প্রায় তিন হাজার কর্মী সংস্থাটি ছাড়ার জন্য আবেদন করেন। খবর বিডিনিউজের।
এর আগে প্রথম দফায় প্রায় আটশ ৭০ জন নাসা কর্মী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। সংস্থাটি জুন মাসে দ্বিতীয় দফা শুরু করে, যার শেষ সময়সীমা ছিল ২৫ জুলাই। ট্রাম্প প্রশাসন গত জানুয়ারিতে ফেডারেল কর্মীদের কমানোর জন্য প্রথমবারের মত পদত্যাগের কর্মসূচি শুরু করে।
ডিওজিই’র নেতৃত্বে কর্মচারীদের তখন স্বেচ্ছায় পদত্যাগ করতে বলা হয়েছিল এবং বেতন ও অন্যান্য সুবিধা ভোগ করার জন্যও একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। ব্লুমবার্গকে দেওয়া এক বিবৃতিতে নাসা লিখেছে, সবমিলিয়ে এ পর্যন্ত প্রায় চার হাজার কর্মী অর্থাৎ সংস্থাটির প্রায় ২০ শতাংশ জনবল পদত্যাগের পথে। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট লিখেছে, নাসা বর্তমানে প্রস্তাবিত বাজেট কাটছাঁটের চাপের মধ্য দিয়ে যাচ্ছে।
স্বল্প বাজেট সংস্থাটির বিজ্ঞানভিত্তিক নানান কাজকে বন্ধ করে দিতে পারে এবং হাজার হাজার চাকরি হারানোর ঝুঁকি তৈরি করছে।
নাসার বর্তমান ও সাবেক কর্মীদের একটি দল এক চিঠিতে সংস্থাটির অন্তর্বর্তীকালীন অ্যাডমিনিস্ট্রেটর শন ডাফিকে এই ক্ষতিকর কাটছাঁট না করার আহ্বান জানিয়েছে। চিঠিতে তারা লিখেছেন, সামপ্রতিক নীতিগুলো জনসম্পদ নষ্ট, মানব নিরাপত্তাকে বিপন্ন ও জাতীয় নিরাপত্তাকে দুর্বল করতে পারে, এছাড়া নাসার মূল মিশনকে ব্যাহত করতে পারে।