ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা বিশ্বনেতাদের

| শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:৩৯ পূর্বাহ্ণ

 

বিশ্বনেতারা কোভিড১৯ আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী রবার্ট জেনরিক বলেন, আমাদের সবার পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি ও ট্রাম্পের পরিবারের জন্য শুভকামনা পাঠাতে চাই এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। জেনরিক আরো বলেন, আমরা জানি এরকম পরিস্থিতি কতটা উদ্বেগের। আমাদের বেলায় প্রধানমন্ত্রী যখন কোভিড১৯ আক্রান্ত হন তখন রাজনীতিকে একপাশে সরিয়ে রেখে আমরা সবাই তার এবং তার স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছি। সেরকম পরিস্থিতি হলে কী করতে হবে সেটা যুক্তরাষ্ট্রের সংবিধানে স্পষ্ট লেখা আছে। প্রয়োজনে ভাইস প্রেসিডেন্ট তো আছেন, তাই নয় কি? এক টুইটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাদের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনার কথা জানিয়েছেন। খবর বিডিনিউজের। টুইটে পেন্স লেখেন, আমি এবং ক্যারেন আমাদের প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়াকে আমাদের ভালোবাসা এবং তাদের জন্য আমাদের প্রার্থনা করার কথা জানিয়েছে। আমেরিকার লাখ লাখ মানুষ তাদের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্যলাভের জন্য প্রার্থনা করেছে, আমরাও সেই দলে আছি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের অসাধারণ ফার্স্ট লেডি মেলানিয়া, ঈশ্বর আপনাদের রক্ষা করুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ট্রাম্প ও মেলানিয়ার সুস্থতা কামনা করে টুইট করেছেন। ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে গতকাল শুক্রবার সকালে এক টুইটে মোদী লেখেন, আমার বন্ধু ট্রাম্প এবং মেলানিয়ার দ্রুত সুস্থতা এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি।

পূর্ববর্তী নিবন্ধতিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
পরবর্তী নিবন্ধঅন্যায়ের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর অস্ত্র ছিল অসহযোগ প্রতিরোধ