ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরের সময়সীমা বাড়লো ১ আগস্ট পর্যন্ত

| মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র খুব শিগগির কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে এবং আগামী ৯ জুলাইয়ের মধ্যে অন্যান্য দেশকে নতুন শুল্কহার জানিয়ে দেওয়া হবে। এসব শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। রোববার একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন নিউ জার্সিতে গলফ খেলে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কয়েকটি দেশের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে।

একই সঙ্গে তিনি বলেন, যেসব দেশ চুক্তি করতে ব্যর্থ হবে, তাদের ওপর উচ্চহারে শুল্ক বসবে। এর আগে গত এপ্রিল মাসে ট্রাম্প ১০ শতাংশভিত্তিক শুল্ক এবং ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিলেন। যদিও সেটি তৎক্ষণাৎ কার্যকর না করে ৯ জুলাই পর্যন্ত সময় দিয়েছিলেন। এখন নতুন সময়সীমা অনুযায়ী, উচ্চহারে শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, প্রেসিডেন্ট এখন শুল্কহার নির্ধারণ করছেন এবং যেসব দেশের সঙ্গে চুক্তি হচ্ছে না, তাদের চিঠি পাঠানো হবে।

ব্রিকসের জন্য হুঁশিয়ারি : ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে জানান, গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ওই চিঠি পাঠানো শুরু হবে। অন্য একটি পোস্টে তিনি আরও কঠোর অবস্থান ঘোষণা করে জানান, ব্রিকস জোটের সঙ্গে সম্পর্ক গড়া দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তার। ব্রিকস জোটে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ছাড়াও নতুন সদস্য হিসেবে রয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে হামলার পাল্টা জবাব, ইসরায়েলের বিভিন্নস্থানে হুথিদের হামলা
পরবর্তী নিবন্ধমিয়ানমারে সংঘর্ষের মুখে পালিয়ে ভারতে ঢুকেছে কয়েক হাজার মানুষ