ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করল টুইটার

| রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৫:০৩ পূর্বাহ্ণ

ভবিষ্যতে ‘সহিংসতা উসকে দেওয়ার ঝুঁকি থাকায়’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে টুইটার। তবে ট্রাম্প নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। @ৎবধষউড়হধষফঞৎঁসঢ় অ্যাকাউন্ট থেকে সামপ্রতিক যেসব টুইট করা হয়েছে সেগুলো ‘গভীরভাবে পর্যালোচনা’ করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলেছে এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলার ঘটনার পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ট্রাম্প ও তার অনেক সমর্থকের অ্যাকাউন্টগুলোর উপর একের পর এক বিধিনিষেধ আরোপ করছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট এ নিষেধাজ্ঞার খাড়ায় পড়ল বলে জানিয়েছে বিবিসি।

পূর্ববর্তী নিবন্ধবাড়ি ভাঙচুরের ঘটনা দুরভিসন্ধিমূলক : নওফেল
পরবর্তী নিবন্ধট্রাম্প দ্রুত পদত্যাগ না করলে ইমপিচ