যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম গতকাল বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান। খবর বাসসের।
আলম বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাষ্ট্রদূত সিয়ামকে আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে কোনও অন্তর্র্বর্তী সরকারের কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না জানতে চাইলে আলম স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি মিশন প্রধানদের মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করার রীতি রয়েছে।












