ট্রাম্পবিমুখ হচ্ছে বয়স্ক ভোটাররা

নির্বাচনে মহামারীর প্রভাব

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:০৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবছর মহামারীর নেতিবাচক প্রভাব পড়ছে নির্বাচনেও। রয়টার্স/ইপসোস জরিপের ফল বলছে, বয়স্ক বহু ভোটারই এবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এতে রিপাবলিকান পার্টির সমর্থনের একটি মূল ভিত্তিই দুর্বল হয়ে পড়ছে। কারণ, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হোয়াইট হাউসের দৌড়ে সহায়ক হয়েছিল এই বয়স্ক ভোটই। এবার দেখা যাচ্ছে, আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও তার প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে বয়স্ক ভোট এখন প্রায় সমান ভাগে ভাগ হয়ে গেছে। খবর বিডিনিউজের।
সেপ্টেম্বর-অক্টোবরে জাতীয় পর্যায়ে পরিচালিত রয়টার্স/ইপসোস জরিপের ফলে দেখা গেছে, ৫৫ বছর ও তার বেশি বয়সী ভোটারদের ৪৭ শতাংশই বাইডেনকে সমর্থন করেছেন। আর ৪৬ শতাংশ সমর্থন করেছেন ট্রাম্পকে।
করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুতে দেশের বিপর্যস্ত অবস্থা, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া এবং যে স্বাস্থ্য ব্যবস্থার ওপর বয়স্করা সবচেয়ে বেশি নিভর্র করে, সে ব্যবস্থায় বিপর্যয়ের কারণে বয়স্ক ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন কমছে। নির্বাচনের মাত্র ২৫ দিন আগে বিভিন্ন জনমত জরিপে এরই মধ্যে বাইডেনের চেয়ে জনসমর্থনে পিছিয়ে থাকা ট্রাম্পের জন্য বয়স্ক ভোটেও পিছিয়ে পড়াটা মোটেই ভাল লক্ষণ নয়। কারণ, বছরের পর বছর ধরে রিপাবলিকানরা জাতীয় নির্বাচনগুলোতে বয়স্ক আমেরিকানদের ভোটের ওপরই নির্ভর করে আসছে।
২০১৬ সালের নির্বাচনের বুথ ফেরত জরিপ অনুযায়ী, ট্রাম্প ৫৫ বছরের বেশি বয়সী ভোটারদের ১৩ শতাংশ পয়েন্ট ভোট জিতেছিলেন। ২০১২ সালে রিপাবলিকান মিট রমনিও একই সংখ্যক ভোট পেয়েছিলেন।
রয়টার্স/ইপসোস জরিপে এও দেখা গেছে, ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে ২০১৬ সালের ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়েও বয়স্ক ভোটারদের মধ্যে ভাল করেছেন জো বাইডেন।

পূর্ববর্তী নিবন্ধচাটগাঁর এক উজ্জ্বল ব্যক্তিত্ব বদিউল আলম চৌধুরী
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২০