ট্রাম্পকে স্যার সম্বোধন করে একটু দেখা করতে চেয়েছিলেন মোদি

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কে অসন্তুষ্ট হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি দেখা করতে আগ্রহী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি সাক্ষাতের অনুরোধ জানাতে ট্রাম্পকে স্যার সম্বোধনও করেছিলেন মোদি, এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন দিল্লির ওপর যে শুল্ক আরোপ করেছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব একটা খুশি নন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ট্রাম্প বলেন, মোদি আমাকে বলেছিলেন, স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? আমি বলেছিলাম, হ্যাঁ। খবর বাংলানিউজের।

ট্রাম্প আরও বলেন, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু তিনি আমার ওপর খুব একটা খুশি নন। এখন তাদের অনেক শুল্ক দিতে হচ্ছে। কারণ তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। যদিও তারা এখন রাশিয়ার কাছ থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তিস্বরূপ ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ট্রাম্প বলেন, ভারত তাকে জানিয়েছে যে তারা পাঁচ বছর ধরে অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে। আমরা এই পরিস্থিতির পরিবর্তন করছি। ভারত ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ১৫.৩৩ লাখ শেয়ার হাতবদল
পরবর্তী নিবন্ধরাশিয়া-চীন-কিউবা-ইরানের উপদেষ্টাদের বহিস্কার করতে চায় ওয়াশিংটন