ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নিরপেক্ষতার ঘাটতি ও নৈতিকতা ভঙ্গে অভিযোগ দায়ের করেছেন একটি বৈশ্বিক অ্যাডভোকেসি গ্রুপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া ও সংশ্লিষ্ট আরও নানা কিছু খতিয়ে দেখতে ফিফার নৈতিকতা কমিটিকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। অলাভজনক প্রতিষ্ঠান ফেয়ারস্কয়ার আট পাতার অভিযোগপত্র দায়ের করেছে, যে অভিযোগগুলোর কেন্দ্রে হলো ট্রাম্পকে ইনফান্তিনোর ‘অতিপ্রশংসা’ করা এবং তাকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা সবসময়ই গর্বের সঙ্গে নিজেদের পরিচয় তুলে ধরে রাজনীতি ও অঞ্চল নির্বিশেষে নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে। সেখানেই ফিফা সভাপতির দিকে আঙুল তুলছে ফেয়ারস্কয়ার। গত মাসেই শান্তি পুরস্কার চালুর ঘোষণা করে ফিফা। শান্তি প্রতিষ্ঠায় যারা ‘ব্যতিক্রমী ও অসাধারণ’ কাজ করছেন এবং এর মাধ্যমে ‘দুনিয়াজুড়ে মানুষকে একতাবদ্ধ’ করছেন, এমন কীর্তিমানরা এই শান্তি পুরস্কারের উপযুক্ত হবেন।

কদিন আগে ওয়াশিংটন ডি.সি.-র কেনেডি সেন্টারে বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানের আগে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয় ট্রাম্পকে। একটি সোনার পদক, একটি সোনার ট্রফি ও সনদ দেওয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে। পুরস্কার বিতরণী আয়োজনে ট্রাম্পকে নিয়ে ইনফান্তিানো বলেন, ‘এটা আপনার পুরস্কার, আপনার শান্তি পুরস্কার।’ অনুষ্ঠানে একটি ভিডিও দেখানো হয়, সেখানে তুলে ধরা হয় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের নানা অর্জন। ফেয়ারস্কয়ারের মতে, ফিফার নীতির একাধিক লঙ্ঘন হয়েছে এতে এবং নিরপেক্ষতার নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ফিফা সভাপতি। ক্ষমতাসীন রাজনৈতিক নেতাকে এরকম পুরস্কার দেওয়ায় এবং এভাবে উচ্ছ্বসিত প্রশংসায় ফিফার নিরপেক্ষতার স্পষ্ট লঙ্ঘন বলে মনে করে সংস্থাটি। এছাড়াও তাদের মতে, ফিফার কৌশলগত পদক্ষেপ, নীতি ও মূল্যবোধ নির্ধারণে সভাপতি একক ভূমিকা রাখতে পারেন না। ফিফার স্বাধীন কমিটিকে বিস্তারিত সবকিছু তদন্ত করে দেখার অনুরোধ করেছে সংস্থাটি। ফিফার নৈতিকতা কমিটি যদি কোনো দোষ খুঁজে পায়, তাহলে সম্ভাব্য শাস্তিগুলোর মধ্যে আছে মাত্রা অনুযায়ী সতর্ক করা, তিরস্কার করা ও জরিমানা। এছাড়াও নিয়ম মেনে চলার প্রশিক্ষণ নির্দেশনা দেওয়া হতে পারে, এমনকি ফুটবল সংক্রান্ত কার্যক্রমে নির্দিষ্ট মেয়াদে নিষেধাজ্ঞাও আসতে পারে।

পূর্ববর্তী নিবন্ধজেলা দল গঠনকল্পে অনূর্ধ্ব-১৮ ক্রিকেট খেলোয়াড়দের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সাংবাদিকদের বিজয় দিবস অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট