মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের জবাবে ভ্লাদিমির পুতিন উল্টো নেটোকেই একধরনের ‘কাগুজে বাঘ’ ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তারা যদি ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠায় তাহলে উত্তেজনা বিপজ্জনক পর্যায়ে মোড় নিতে পারে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ১৯৬২ সালের কিউবান মিসাইল ক্রাইসিসের পর মস্কো এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্ব সৃষ্টি করেছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে হওয়া এখন পর্যন্ত সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। খবর বিডিনিউজের।
রুশ কর্মকর্তারাও বলছেন, তারা এখন সম্মিলিত পশ্চিমের সঙ্গে ‘তপ্ত’ সংঘর্ষের মধ্যে রয়েছেন। কৃষ্ণসাগর তীরবর্তী সোচিতে ভালদাই ডিসকাশস গ্রুপে দেওয়া বক্তৃতায় বৃহস্পতিবার পুতিনও ওই কথাই পুনর্ব্যক্ত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রুশ প্রেসিডেন্ট বলেছেন, তার বাহিনী ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের সর্বত্রই তুমুল গতিতে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো জোটের প্রায় পুরোটাই এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত বলেও মন্তব্য করেছেন তিনি। মস্কোর সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় প্রথম দিকে কিইভকে ভূমির দাবি ছাড়ার জন্য চাপ দেওয়া ট্রাম্প সমপ্রতি অবস্থান বদলেছেন। কয়েকদিন আগে তিনি বলেছেন, ইউক্রেন রাশিয়ার দখলে যাওয়া সব ভূমি উদ্ধার করতে পারবে বলে তিনি মনে করছেন। সেসময় তিনি মস্কোকে ‘কাগুজে বাঘ’ও আখ্যা দেন।












