ট্রাভেল ব্যাগে খণ্ডিত মরদেহ : চট্টগ্রামে প্রধান আসামি গ্রেফতার

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১২:১৪ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গী থেকে বাসের হেলপার মো. অলির (৩৭) খণ্ডিত মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন—সাদেক ও বাপ্পী। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং সাদেক এই মামলা প্রধান আসামি।

তার বাসা টঙ্গীর বনমালা রোডে। তথ্যের সত্যতা নিশ্চিত করে আজ শনিবার গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, সাদেকের বাসায় অভিযান চালিয়ে মাথা উদ্ধার করা হয়েছে।

গতকাল সকাল ১০টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় নান্না বিরিয়ানি হাউজের সামনে পরিত্যক্ত একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ব্যাগে মাথা পাওয়া যায়নি।

পরবর্তীতে জানা যায়, ওই যুবকের নাম মো. অলি (৩৭)। তিনি নরসিংদীর সদর থানাধীন করিমপুর গ্রামের সুরুজ মিয়া ও শামসুন্নাহার বেগমের ছেলে।

যোগাযোগ করা হলে অলির বড় ভাবী মাহমুদা আক্তার জানান, তার দেবর বাসের হেলপার ছিলেন। স্ত্রী শাহানা বেগম এবং দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে গত ১০ বছর ধরে অলি গাজীপুরে থাকতেন।

জাহিদুল হাসান আরও জানান, সাদেকের বাসায় টয়লেটের ফলস ছাদ থেকে মাথা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে র‌্যাব সাদেককে গ্রেপ্তার করেছে। এর আগে মামলার আরেক আসামি বাপ্পীকে গাছা এলাকা থেকে টঙ্গী থানা পুলিশ গ্রেপ্তার করে। তার কাছেই সাদেকের বাসার সন্ধান পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আরেক ইউপি সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগণতন্ত্রে উত্তোরণ,স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ধানের শীষ- বুড়িশ্চরে মীর হেলাল