চট্টগ্রামের অন্যতম ট্রাভেল কমিউনিটি চিটাগং ওটিএ ক্লাব এবং এভিয়েশন ট্রেইনিং প্রতিষ্ঠান এইচবি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে আজ অনুষ্ঠিত হলো ট্রাভেল ইন্ডাস্ট্রি সেমিনার ২০২৫।
চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এই সেমিনারে দেশের ট্রাভেল ও এভিয়েশন সেক্টরের শীর্ষ ব্যক্তিবর্গ, বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক, কর্মী এবং এইচবি এভিয়েশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন এমিরেটস এয়ারলাইন্সের চট্টগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার এ এইচ সিদ্দিকি, TOAB চট্টগ্রাম শাখার চেয়ারম্যান নুরুল আনোয়ার, ট্রাভেলজোনের জেনারেল ম্যানেজার কাজী শাহেদ, সেবার বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মনজুর মোরশেদ চৌধুরী। এছাড়াও ইউএস বাংলা, এয়ার আস্ট্রা, সালাম এয়ার, জাজিরা এয়ারওয়েজ, ওমান এয়ার, সৌদিয়া এয়ারলাইন্স সহ প্রায় প্রতিটি এয়ারলাইন্সের প্রতিনিধিগণ এতে অংশ নেন।
এর বাইরেও বিভিন্ন অনলাইন ট্রাভেল এজেন্সির ইনচার্জগণ যেমন বিডিফেয়ার লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মনোজিত সেন গুপ্ত, ট্রিভলাভার লিমিটেড চিটাগং ব্রাঞ্চ ডেপুটি ম্যানেজার সুমিত বড়ুয়া, টেকট্রিপ লিমিটেডের চিটাগং ব্রাঞ্চ ম্যানেজার ওয়ালি উল্লাহ সহ আরো অনেকে এতে অংশ নেন।
চিটাগাং ওটিএ ক্লাব হলো একটি এভিয়েশন কমিউনিটি, যেখানে চট্টগ্রামের সকল অনলাইন ট্রাভেল এজেন্সি (OTA)-এর পেশাদার ও বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন। চট্টগ্রাম ওটিএ ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, “আমাদের এই ক্লাব গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রামের ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে সম্পর্ক দৃঢ় করা, পেশাগত অভিজ্ঞতা বিনিময় করা এবং একে অপরকে সহযোগিতা করে এই খাতের সম্ভাবনাগুলো আরও বিস্তৃত করা। আমাদের ভিশন হলো চট্টগ্রামসহ বাংলাদেশের ট্রাভেল ইকোসিস্টেমকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। এই সেমিনার তারই একটি অংশ।”
এইচবি এভিয়েশনের প্রতিষ্ঠাতা যাকি এস বারি বলেন, “দেশের ট্রাভেল ইন্ডাস্ট্রিতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলা আমাদের অন্যতম অঙ্গীকার। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও যাব। এই আয়োজন তারই ধারাবাহিক প্রয়াস।”
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য, প্যানেল আলোচনা এবং এইচবি এভিয়েশনের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের আয়োজন ছিলো। সার্বিকভাবে এই সেমিনারটি চট্টগ্রামের ট্রাভেল খাতে একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা ও আলোচনার মঞ্চে পরিণত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এরকম আরও আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের ট্রাভেল ও ট্যুরিজম সেক্টরকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।